ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়ে যা জানালেন খলিলুর রহমান

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি নাকচ করেছে। তিনি বলেছেন, এই সংক্রান্ত খবর কেবল গুজব ও ভিত্তিহীন।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন নিরাপত্তা উপদেষ্টা। পরে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

খলিলুর রহমান ব‌লেন, আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে ব‌লে দে‌শের কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ ক‌রে‌ছে।

উল্লেখ, স্বরাষ্ট্র উপ‌দেষ্টার প‌রিবর্ত‌নের আলোচনার ম‌ধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন