ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিচার দাবিতে শাবাগে চতুর্থ দিনের অবস্থান ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে টানা চতুর্থ দিনের মতো অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন। কর্মসূচি শুরু হওয়ার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে এসে সংহতি প্রকাশ করেন।

অবরোধ চলাকালে পুরো শাহবাগ এলাকা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা স্পষ্ট করে বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’সহ নানা স্লোগান দেন।

এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। ওই সময় তিনি চার দফা দাবি উত্থাপন করে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে  আগামী ২৪ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

আবদুল্লাহ আল জাবের বলেন, চারটি দাবিই সমান গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এগুলো বাস্তবায়ন করতে হবে।

এদিকে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা শেষে ইনকিলাব মঞ্চ ঘোষণা দেয়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তীতে সংগঠনের ফেসবুক পেজে জানানো হয়, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ চলবে।

সংবাদটি শেয়ার করুন