ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঘনকুয়াশায় নষ্ট হয়েছে বোরো বীজতলা

ঠাকুরগাঁওয়ে টানা শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশার কারণে নষ্ট হয়ে গেছে বোরো বীজতলা। এতে করে বোরো আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ওই অঞ্চলের কৃষকরা।

নিয়মিত পরিচর্চা করার সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয় করে সার ও সেচ ব্যবস্থাসহ পলিথিন দিয়ে ঢেকেও বীজতলা সতেজ করতে পারছেন না বলে জানিয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

সাধারণত এক বিঘা জমিতে ধান আবাদ করতে ১০-১২ হাজার টাকা খরচ হয়। কিন্তু বীজতলা নষ্ট হয়ে যাওয়ার কারণে এ বছর কৃষকদের খরচ গুণতে হচ্ছে ১৩-১৬ হাজার টাকা। আর এসব করণেই লোকসানের দুচিন্তায় কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে, ঠাকুরগাঁওয়ে এ মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৩৫০ হেক্টর জমিতে। তবে এর বিপরীতে বীজতলা তৈরি করা হয়েছে ৩ হাজার ১শ ৭৫ হেক্টর জমিতে ।

জেলার কৃষি কর্মকর্তা মো. আফতাব হোসেনর জানান, শীতের তীব্রতা থেকে বীজতলা রক্ষায় কৃষকদের নিয়মিত পরামর্শসহ তাদের সহযোগিতা করা হচ্ছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন