ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার মনোনয়নপত্র জমা দেন।

এর আগে দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হন। এরপর থেকেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানাচ্ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ দুই আসন থেকে অংশ নেবেন। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সিলেট থেকে শুরু হবে। আজ একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম রয়েছে।

গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি এইবার নির্বাচনী মহারণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন