ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ কারণেই রাজধানী জুড়ে চলছে রিকশার রাজত্ব।
তবে আজকের জন্য ঢাকাতে রাজত্ব থাকা সত্ত্বেও মন ভরেনি রিকশা চালকদের। আর এ জন্য ঢাকার দুই সিটির ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকা কে দায়ী করছেন চালকরা।
চালকরা জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের তেমন ভাবে দেখা যায়নি। আর এ কারণেই অর্থ আয় হচ্ছে না তাদের।
সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটা কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি নেই। ভোটারদের দেখা না পাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে খালি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন চালকরা।
রাজধানীর ধানমন্ডি এলাকার সাত মসজিদ রোডে খালি রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা চালক ইকবাল হোসেন বলেন, রোডে আজকে অন্য গাড়ি নাই, তাই ভাব ছিলাম বেশ কয়টা টাকা কামামু। কিন্তু ভোটারদের দেখা না পাওয়ায় টাকা ইনকাম করা আর হলো না।
আনন্দবাজার/এম.কে