দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পর দল থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন। তার দল জাতীয় পার্টি (কাজী জাফর) ও রাজনৈতিক মিত্র বিএনপির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তিনি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন লিংকন। এর আগে, শনিবার রাতেই তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন এবং কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কথা জানান।
তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রস্তুতি নেবেন। লিংকন ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও দলীয় ন্যায়বিচার না পাওয়ায় এবং দলীয় মনোনয়ন না দেওয়ায় তিনি খুবই হতাশ।
আহসান হাবীব লিংকন বলেন, তিনি অতীতে গ্রেফতার, কারাবরণ, হামলা ও মামলা সহ নানা ত্যাগের মধ্য দিয়ে গেছেন, কিন্তু তা সত্ত্বেও বিএনপি ও জাতীয় পার্টি উভয় থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তাই তিনি এখন দলীয় রাজনীতি থেকে সরে এসে ‘জনগণের আদালতে’ যাচ্ছেন। তিনি মনে করেন, ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপর নির্ভর করবে।
১৯৮৮ সালে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আহসান হাবীব লিংকন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।




