দেশের জনগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অংশ নেবে এবং পছন্দের প্রার্থীদের ভোটে নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
রবিবার সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, “দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। সবাই এই নির্বাচনে অংশ নেবে এবং সমর্থন জানাবে। তবে কিছু মহল অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করতে পারে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত প্রতিহত করবে।”
তিনি আরও উল্লেখ করেন, “গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদের সময়। এ সময়ে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে অনেকে বন্দি হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং কেউ কেউ গুমও হয়েছেন। এবার মানুষ দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দেবে একটি হচ্ছে গণভোট, যা জুলাই সনদের ওপর এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবে এবং পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবে।”
অর্থনীতি ও শিল্প নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি বড় ভূমিকা পালন করছে। এছাড়া অন্যান্য শিল্প খাতেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। তবে কিছু রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তা দেশ ছেড়ে যাওয়ায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবুও দেশের প্রকৃত দেশপ্রেমিক উদ্যোক্তারা তাদের কাজ অব্যাহত রাখছেন।”
শিল্প উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর যাঁরাই দায়িত্ব নেবেন, তাঁরা দেশের অর্থনীতি, শিল্পসহ সব খাতের উন্নয়ন নিশ্চিত করবেন। দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে এক নতুন সূচনা করতে যাচ্ছে।




