ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান যেকোনো এলাকায় নির্বাচনে লড়তে পারেন: রিজভী

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে কোনো নির্বাচনী প্রতিবন্ধকতা তার জন্য প্রযোজ্য হবে না।

রিজভী বলেন, তারেক রহমান সারা দেশে ভোটারদের উদ্দীপনা ও নির্বাচনী প্রক্রিয়ার প্রধান প্রতীক হিসেবে স্বীকৃত। তাই যেকোনো আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জাতীয় নেতারা সাধারণত যে কোনো জায়গা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন এবং তারেক রহমানও যেখানে যুক্তিসঙ্গত মনে করবেন, সেখান থেকেই লড়বেন।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকা থেকে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়া যেমন যৌক্তিক, ঠিক তেমনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও নির্বাচন করা যুক্তিসঙ্গত। অতীতে বগুড়া থেকে নির্বাচন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিজভী জাসাসের সাংস্কৃতিক কর্মীদেরকে আহ্বান জানিয়ে বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এর মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে উঠবে।

শ্রদ্ধা নিবেদনের সময় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন