ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ

ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার অভিযোগসহ বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর সহিংসতার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনের সময় ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার ঘটনাও বাংলাদেশকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে বিবেচনা করে বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন