ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বলের ফিফটি: নারী ক্রিকেটে নতুন রেকর্ড

ওটাগোর অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার লরা হ্যারিস উইমেন সুপার স্ম্যাশে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইংলিশ ব্যাটার মেরি কেলির দ্রুততম ফিফটির রেকর্ডে সমান হলেন।

মেরি কেলির রেকর্ড ভাগ করে নিলেন হ্যারিস
২০২৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে মাত্র ১৫ বলেই ফিফটি করেছিলেন মেরি কেলি। দীর্ঘদিন এই রেকর্ড অক্ষুণ্ণ ছিল। তবে লরা হ্যারিস প্রথমবারের মতো সুপার স্ম্যাশে খেলে এখন সেটি ভাগাভাগি করেছেন।

সুপার স্ম্যাশে অভিষেক এবং বিধ্বংসী ইনিংস
প্রথম ম্যাচে ক্যান্টারবারি নারী দলের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওটাগোর ওপেনারদের। এরপর লরা ক্রিজে এসে মাত্র ২২ গজের মধ্যে প্রতিপক্ষের বোলারদের তুলোধূনো করতে থাকেন। মাত্র ১৫ বলে ৫০-এর বেশি রান তুলে দলের ভিত্তি গড়ে দেন। তার ইনিংসটি ১৭ বলে থেমে যায়, ৫২ রানের এই অনবদ্য ইনিংস ছিল ছয়টি চার এবং চারটি ছয়ে সাজানো।

আগের পারফরম্যান্স ও নজির
গত নারী বিগ ব্যাশে লরা হ্যারিসের পারফরম্যান্স তেমন ভালো ছিল না; ১০ ম্যাচে মাত্র ৬৯ রান করেছিলেন। তবে তার স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো ১৯৭.১৪। টি-টোয়েন্টিতে লরার ছয়টি ফিফটির সবই এসেছে ২০ বলের কমে, যা নারী ক্রিকেটে অন্য কারও নেই।

সংবাদটি শেয়ার করুন