সৌদি প্রো লিগে আল নাসর এবার টানা দশম ম্যাচ জিতে নিজের শক্তি প্রমাণ করল। এই জয়ে প্রধান নায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই গোলের পারফরম্যান্সের মাধ্যমে লিগে ১২তম গোল করে তিনি এক পঞ্জিকাবর্ষে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন।
হ্যাটট্রিক বাতিল, তবে ৪০ গোল পূরণ
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা আল আখদৌদের বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে ভিএআরে একটি গোল বাতিল হয়ে যায়। কিন্তু তার আগেই ৪০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বয়সকে চ্যালেঞ্জ, গোলের খিদে অব্যাহত
৪০ বছর বয়সেও রোনালদোর গোলের ক্ষুধা কমেনি। পঞ্জিকাবর্ষে ১৪ বার ৪০ গোল স্পর্শ করেছেন এই পর্তুগাল অধিনায়ক। চলতি মৌসুমে ৯ লিগ ম্যাচে ১২ গোল করে রোনালদো প্রমাণ করলেন, বয়স তার ক্রীড়া আগ্রহকে আটকাতে পারেনি।
সুপার স্ট্যাটিস্টিকস: এক হাজার গোলের পথে
বর্তমানে রোনালদোর মোট গোল সংখ্যা ৯৫৬। বছরের শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে তিনি ৪৪ গোলের ব্যবধান কমিয়ে এক হাজার গোলের দিকে আরও কাছে যেতে পারেন। তার সেরা সময় ছিল ২০১৩ সালে, যখন ক্লাব ও দেশের হয়ে ৬৩ গোল করেছিলেন। পরবর্তী বছরে ধারাবাহিকভাবে ৪০-এর বেশি গোল করেছেন। রোনালদো নিজেই বলেছেন, ‘সফলতার একটাই পথ কঠোর পরিশ্রম।’




