ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাথায় আ’ঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম

বিপিএল শুরুর ঠিক আগেরদিন নানা নেতিবাচক ঘটনায় আলোচনায় আসা চট্টগ্রাম রয়্যালস মাঠের খেলায় তার জবাব দিয়েছে জয় দিয়ে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিতে গিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান দলের অন্যতম ভরসা পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও বড় কোনো শঙ্কার কথা জানা যায়নি।

বিপিএলে টানা দুই দিন ম্যাচ হওয়ার পর আজ রোববার ছিল বিরতি। এই সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। সেখানেই বাঁ-হাতি পেসার শরিফুল সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, “সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, কোনো সমস্যা নেই।” বর্তমানে শরিফুল টিম হোটেলে অবস্থান করছেন।

উল্লেখ্য, বিপিএল শুরুর আগেরদিন হঠাৎ করেই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছাড়ার ঘোষণা দেয় চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ। আলোচনা-সমালোচনার মধ্যেই দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচিং ও সাপোর্ট স্টাফেও আনা হয় পরিবর্তন।

এই অস্থিরতার মাঝেই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। সেই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করে দলটি। ওই জয়ে বড় ভূমিকা রাখেন শরিফুল ইসলাম ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।

সংবাদটি শেয়ার করুন