ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদী চত্ত্বরে আবারও ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে আবারও শাহবাগের শহীদ হাদী চত্ত্বরে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর দুইটায় চত্ত্বরে জমায়েত হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় যান চলাচল কিছুটা স্তিমিত হয়ে যায়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি আজকের (শনিবার) মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না।

রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে ।

শনিবার রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী এবং তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সেখানে ডিএমপি কমিশনার জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করা হবে। এ ছাড়া আসামি ভারতে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করবে বলে জানান তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

সংবাদটি শেয়ার করুন