ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করে যা বললেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর সমর্থকদের পাঠানো সব ডোনেশন ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন।

রোববার (২৮ ডিসেম্বর) তিনি নিজ ফেসবুক পেজে একটি পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, অর্থ ফেরতের প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

তাসনুভা জাবিন বলেন, “আপনাদের পাঠানো প্রতিটি ডোনেশন আমি ফেরত দেব। এক এক করে সবাইকে টাকা ফেরত দেওয়া হবে। এজন্য আমাকে কিছুটা সময় দেবেন। একটি পয়সাও নিজের কাছে রাখব না এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।”

তিনি আরও জানান, হঠাৎ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সব ডোনেশন তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া সম্ভব নয়। তাই ধাপে ধাপে অর্থ ফেরতের প্রক্রিয়া এবং বিস্তারিত নির্দেশনা শিগগিরই জানানো হবে।

তাসনুভা জাবিন বলেন, “সমর্থকদের আস্থা ও ভালোবাসাই ছিল আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যে বিশ্বাস করে পাশে দাঁড়িয়েছেন, তার দায় আমি আজীবন বহন করব।”

উল্লেখ্য, এনসিপি থেকে পদত্যাগের পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক অবস্থান ও দলীয় সিদ্ধান্ত গ্রহণে আস্থাহীনতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তাসনুভা জাবিন বলেন, “রাজনীতি থেকে সরে গেলেও দেশের গণতান্ত্রিক পরিবর্তন, মধ্যপন্থার রাজনীতি এবং নৈতিক রাজনীতির পক্ষে আমার কণ্ঠস্বর আগের মতোই সক্রিয় থাকবে।”

সংবাদটি শেয়ার করুন