ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনী লড়াই করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে বেলা ১১টা ১০ মিনিটে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

ঢাকা-১৭ আসন গঠিত গুলশান, বনানী ও বারিধারীর মতো অভিজাত এলাকার ওপর। আগে এই আসনে বিএনপি ফাঁকা রেখেছিল। বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থেরও এই আসনে নির্বাচন করার সম্ভাবনা ছিল। তবে ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।

তারেক রহমানের মনোনয়ন নেওয়ার ফলে বিএনপি জোটসঙ্গী হিসেবে আন্দালিভ রহমান পার্থকে ভোলা সদর আসন থেকে নির্বাচনে অংশ নিতে দিতে পারে। এভাবে আসন বিনিময় করে জোটের অন্তর্গত সমন্বয় বজায় রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন