ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় এখন ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত হলো। পূর্বে এটি ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এবং পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত জানায়।

এনবিআরের আদেশে বলা হয়েছে, এই সময় বৃদ্ধি নিয়ে মোট দুই দফায় দুই মাস সময় বৃদ্ধি করা হলো। চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হলেও কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে। যেমন, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তারা চাইলে ই-রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন।

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সুবিধার্থে এনবিআর একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য আয়কর রিটার্ন সেবা সহজ করার উদ্দেশ্যে সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ‘হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে।

গত বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা সরাসরি আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে সেবা পাবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।

এছাড়া এনবিআর জানিয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন ছুটির দিনেও হেল্প ডেস্ক খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন