দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় দুই ধাপে আয়োজিত এ সম্মেলনে মিলিত হন সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক সেলস সদস্য।
‘টুগেদার উই রাইজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সে এফএমসিজি ডিভিশনের ১০টি সেলস লাইনের প্রায় ১ হাজার ১০০ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। তিনি বলেন, দেশের আর্থসামাজিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভোক্তাদের চাহিদা পূরণে মানসম্পন্ন নতুন পণ্য উৎপাদন এবং সেগুলো সহজে মানুষের কাছে পৌঁছে দিতে এমজিআই নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এক লক্ষ্য ও এক শক্তিতে এগিয়ে গেলে কোনো প্রতিবন্ধকতাই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে এমজিআইয়ের ডিরেক্টর তাহমিনা মোস্তফা বলেন, এফএমসিজি কার্যক্রমে শুধু সেলস নয়—ফ্যাক্টরি, সাপ্লাই চেইন, ফাইন্যান্স, ব্র্যান্ড ও অপারেশনসসহ প্রতিটি বিভাগই সমানভাবে যুক্ত। সেলসকে আলাদা কোনো ইউনিট হিসেবে না দেখে তিনি এটিকে পুরো প্রতিষ্ঠানের একটি যৌথ অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ২০২৬ সালেও ‘ফ্রেশ’, ‘নাম্বার ওয়ান’ ও ‘অ্যাক্টিফিট’ ব্র্যান্ডের বাজার নেতৃত্ব ধরে রাখতে শৃঙ্খলা, নিষ্ঠা ও ধারাবাহিক পরিশ্রমের আহ্বান জানান তিনি।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জিএম ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, এসবিইউ হেড কাজী তৌহিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দলগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানা টিম বিল্ডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অংশগ্রহণকারীদের মাঝে ‘সেলস চ্যাম্পিয়ন’, ‘সেলস হিরো’ ও ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। দিনশেষে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




