ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই আসনে মনোনয়ন নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। কুমিল্লা-৩ আসন থেকে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ওই আসন থেকে নির্বাচন করার কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে গণমাধ্যকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা-৩ আসনের মনোনয়ন ফরম তিনি নিজে সংগ্রহ করেননি। তার ভাষায়, মুরাদনগরের স্থানীয় জনগণের পক্ষ থেকে তার অজান্তে ওই ফরম নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ আরও জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন ঢাকা-১০ আসন থেকেই। সেই লক্ষ্যেই তিনি আগে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন এবং চলতি নভেম্বরে ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হন। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন।

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের দিন ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনি সরকারে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সব মিলিয়ে, কুমিল্লা-৩ আসন নিয়ে আলোচনা থাকলেও আসিফ মাহমুদের নির্বাচনী অবস্থান এখন স্পষ্ট। তিনি ঢাকা-১০ আসন থেকেই ভোটের মাঠে থাকতে চান।

সংবাদটি শেয়ার করুন