মরুশহর আবুধাবিতে আজ বসেছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20) ২০২৫-এর জমজমাট আসর। টুর্নামেন্টের ২৯তম হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস ও এমআই ইমিরেটস। ম্যাচের শুরুতে টস ভাগ্য সহায় হয়েছে এমআই ইমিরেটসের। টস জিতে ইমিরেটস অধিনায়ক দুবাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের শুরুতেই বেশ সাবধানী অবস্থান নিতে দেখা গেছে ক্যাপিটালস ব্যাটারদের।
শুরুতেই উইকেট হারাল দুবাই
ব্যাটিংয়ে নেমে এমআই ইমিরেটসের বোলারদের তোপের মুখে পড়েছে দুবাই ক্যাপিটালস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাপিটালসের সংগ্রহ ৪.২ ওভার শেষে ১ উইকেটে ২৬ রান। পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগিয়ে বড় শট খেলার চেষ্টা করলেও ইমিরেটসের নিখুঁত লাইন-লেন্থের সামনে রান তুলতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। ইনিংসের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলায় এখন দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলার লড়াই চালাচ্ছে দুবাই।
বোলারদের রাজত্ব ও ক্যাপিটালসের কৌশল
আবুধাবির উইকেটে নতুন বলে বাড়তি সুইং ও বাউন্স পাচ্ছেন এমআই ইমিরেটসের পেসাররা। কন্ডিশনের পূর্ণ সুবিধা কাজে লাগিয়ে তারা দুবাইয়ের টপ অর্ডারকে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলছেন। অন্যদিকে, দুবাই ক্যাপিটালসের ব্যাটাররা চেষ্টা করছেন উইকেট ধরে রেখে একটি শক্ত ভিত গড়তে। পাওয়ার প্লে-র বাকি সময়টুকু কাজে লাগিয়ে একটি সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে যাওয়াই এখন দুবাইয়ের মূল লক্ষ্য। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে এখন একটি বড় জুটির অপেক্ষায় প্রহর গুনছে ক্যাপিটালস শিবির।




