ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘শহিদ ওসমান হাদীর কবর জেয়ারতের কর্মসূচি’ এবং শাহবাগে ‘ইনকিলাব মঞ্চের অবরোধ’ কর্মসূচির কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য পরীক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় পার হওয়ার পরও অনেক পরীক্ষার্থী দৌড়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তীব্র যানজটের কারণে তারা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এদিন নির্ধারিত সময়ের পরও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ দেয় ঢাবি প্রশাসন।
এদিন মেট্রোরেলেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে পরীক্ষাকেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এর আগে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর এবং ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।




