ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন কাভারে সাংবাদিকদের গেটপাস সংগ্রহের নির্দেশনা

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫। এই নির্বাচন ঘিরে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে জকসু নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাই এই নির্বাচন কাভার করার অনুমতি পাবেন। এজন্য নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের আগে সাংবাদিকদের অবশ্যই গেটপাস সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের স্বার্থে গণমাধ্যমকর্মীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগ্রহী সাংবাদিকদের আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নির্বাচনের দিন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাওয়া যাবে না।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী রাজনীতির এই গুরুত্বপূর্ণ আয়োজন ঘিরে প্রশাসন ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন