বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীতে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন। দুপুরের দিকে বনানী কবরস্থানে উপস্থিত হয়ে তিনি তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর কোরআন তেলাওয়াত করেন এবং সূরা ফাতেহা ও দরূদ শরীফ পাঠের মাধ্যমে ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারেক রহমান। এ সময় কবরস্থানে উপস্থিতদের মধ্যে ছিল আবেগঘন পরিবেশ।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সে সময় তারেক রহমান লন্ডনে অবস্থান করছিলেন নির্বাসিত অবস্থায়।
কোকোর মৃত্যুর পরদিন তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয় এবং রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ভাইয়ের কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানীর সামরিক কবরস্থানে যান। সেখানে তিনি তাঁর শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরেও শ্রদ্ধা জানান। সূরা ফাতেহা পাঠ ও দোয়ার মাধ্যমে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে তিনি কবরস্থান ত্যাগ করেন।




