ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রান্ড মসজিদে আত্মহ’ত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন গ্রান্ড মসজিদে গত বৃহস্পতিবার একজন ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেনতখন নিচে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদব্যক্তি যখন মসজিদের ওপরের তলা থেকে লাফ দেন, তখন রায়ান তাকে ধরার চেষ্টা করেনএই সময় তিনি আহত হন, তবে তার তৎপরতায় ব্যক্তি প্রাণে বেঁচে যান।

আত্মহত্যা চেষ্টাকারী ও রায়ানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রায়ান ব্যক্তি ধরার সঙ্গে সঙ্গে মাটিতে পড়েও যান। ভিডিওতে স্পষ্ট, যদি তিনি তাকে ধরতে না পারতেন, তবে ব্যক্তি হয়তো মারা যেতেন। তবে এখন পর্যন্ত আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিরাপত্তারক্ষী রায়ানের সাহসী তৎপরতা প্রসঙ্গে শুক্রবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ হাসপাতালে গিয়ে তাকে অভিনন্দন ও প্রশংসা জানান। রায়ানের সাহসিকতা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন