ইসরায়েল শুক্রবার সোমালিল্যান্ডকে একটি ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এতে সোমালিল্যান্ডকে দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্র হলো ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, এই ঘোষণা আব্রাহাম অ্যাকর্ডসের চেতনায় করা হয়েছে, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ধারাবাহিক অংশ।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহাম্মদ আব্দুল্লাহি স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, এটি একটি ‘কৌশলগত অংশীদারিত্বের’ সূচনা এবং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, সোমালিল্যান্ড আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে প্রস্তুত।
১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চালিয়ে আসছে। আব্দুল্লাহির দায়িত্ব নেওয়ার পর এটি তার অন্যতম অগ্রাধিকার ছিল।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার জানিয়েছে, দুই দেশ ‘পূর্ণ কূটনৈতিক সম্পর্ক’ স্থাপনের বিষয়ে সম্মত হয়েছে, যার মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ এবং দূতাবাস খোলার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তিনি এক্সে জানিয়েছেন, সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মন্ত্রণালয়কে সঙ্গে সঙ্গে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর দপ্তর আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী আব্দুল্লাহিকে ইসরায়েল সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রেসিডেন্ট তার ঐতিহাসিক ঘোষণার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন।




