বিগ ব্যাশ লিগের (BBL) ১২তম ম্যাচে পার্থের ঘরের মাঠে আজ এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী হলেন ক্রিকেট ভক্তরা। হাই-ভোল্টেজ এই ম্যাচে স্বাগতিক পার্থ স্কোর্চার্সকে ৪ উইকেটে হারিয়ে আসরে দারুণ এক জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেনস। শেষ ওভারের নাটকীয়তায় ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হারিকেনরা।
স্কোর্চার্সদের মাঝারি সংগ্রহ
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পার্থ স্কোর্চার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানের একটি লড়াকু পুঁজি সংগ্রহ করে। হারিকেনসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিক ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হলে দলীয় সংগ্রহ ১৫০-এ গিয়ে থামে। পার্থের বোলাররা লড়াই করার মতো স্কোর পেলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
হারিকেনসের রুদ্ধশ্বাস জয়
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্ট হারিকেনস শুরু থেকেই সতর্ক ব্যাটিং করতে থাকে। তবে মাঝপথে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে হোবার্ট। ৩ বল হাতে রেখেই ৪ উইকেটের এই গুরুত্বপূর্ণ জয়টি ছিনিয়ে নেয় তারা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে হোবার্ট হারিকেনস নিজেদের অবস্থান আরও মজবুত করল। অন্যদিকে, ঘরের মাঠে এমন পরাজয় পার্থ স্কোর্চার্সদের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।




