পপ স্টারের হিসেবে বিশ্বজয়ের গল্পের বাইরেও টেইলর সুইফট মানবিক কাজের জন্যও পরিচিত। এবার তিনি যুক্তরাষ্ট্রের ক্ষুধা নিবারণকারী অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
এই অনুদানটি মূলত ছুটির মৌসুমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংস্থাটিকে সহায়তা করতে দেওয়া হয়েছে। টেইলর সুইফট এর আগেও বিভিন্ন দুর্যোগ ও ঝড়ের পর ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। গত বছরের অক্টোবরে তিনি হারিকেন হেলেন ও মিল্টন ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫০ লাখ ডলার দান করেছিলেন। ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পরও তিনি সংস্থাটিকে ১০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফিডিং আমেরিকার সোশ্যাল মিডিয়াতে এই অনুদানের খবর জানানো হয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো টেইলর সুইফটের উদারতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই অনুদান টেইলর সুইফটের মানবিক দৃষ্টিভঙ্গি ও বিশ্বব্যাপী ক্ষুধা প্রতিরোধে তার অবদানের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।




