ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ বছর ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরে কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ভর্তি পরীক্ষার কারণে কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে এবং অতিরিক্ত ট্রেন চালানো হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে MIST কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি এখন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর একই সময়ে।

সংবাদটি শেয়ার করুন