রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় নেতা পরওয়ার। তিনি বলেন, দেশের রাজনীতিতে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, তাতে ছাত্রশিবিরের আত্মত্যাগ ইতিহাসের অংশ হয়ে থাকবে।
সম্মেলনে বক্তব্যে পরওয়ার বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে মোড় ঘুরেছে, সেই আন্দোলনে ইসলামী ছাত্রশিবির সাহসী ও নির্ভীক ভূমিকা পালন করেছে। বহু ত্যাগ ও শাহাদাতের বিনিময়ে জাতি আজ একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আধিপত্যবাদবিরোধী ইসলামী জনতার এই আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে একটি মহল এখন মিথ্যাচার ও অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। প্রযুক্তি ও গুজবের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হলেও জনগণ এসব অপপ্রচারে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
পরওয়ারের ভাষ্য অনুযায়ী, ইতিহাস সাক্ষ্য দেয়—যখন কোনো আদর্শবাদী আন্দোলনকে যুক্তি, নৈতিকতা ও আদর্শ দিয়ে মোকাবিলা করা যায় না, তখন প্রতিপক্ষ মিথ্যা প্রচারণার পথ বেছে নেয়। ইসলামী ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী বা সন্ত্রাসী আখ্যা দিয়ে দীর্ঘদিন অপপ্রচার চালানো হলেও রাজনৈতিক পরিবর্তনের পর সত্য প্রকাশ পেয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষের প্রত্যাখ্যানই প্রমাণ করে দিয়েছে যে এসব অভিযোগ ছিল ভিত্তিহীন। জনগণ কখনোই ছাত্রশিবির সম্পর্কে বিভ্রান্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের বক্তব্যের শেষাংশে পরওয়ার বলেন, ইসলামী ছাত্রশিবির এমন একটি শক্তি ও আদর্শিক সত্তা, যারা দুনিয়ার লোভ ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। নতুন বাংলাদেশ গঠনের এই অভিযাত্রায় জাতি ছাত্রশিবিরের পাশে থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


