ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় সম্মেলনে ছাত্রশিবিরের নতুন সভাপতি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে দেশব্যাপী প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের আগে নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকায় নেতৃত্বের অভিজ্ঞতায় তাকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয়।

শিক্ষাজীবনে নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন। তার একাডেমিক পটভূমি ও সংগঠনিক অভিজ্ঞতা নতুন নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি সংগঠনের আদর্শিক ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি তাদের ঘোষিত লক্ষ্য ও কর্মসূচি আরও সক্রিয়ভাবে বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন