এলএনজি টার্মিনালে কারিগরি রক্ষণাবেক্ষণ এবং কার্গো আসতে বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে আজ শুক্রবার থেকে টানা তিন দিন রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকবে।
এ বিষয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভোক্তাদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোর ৬টা থেকে শুরু করে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত সব শ্রেণির গ্রাহকের চুলা ও সংযোগে স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এ সময় গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতে স্বাভাবিকের তুলনায় গ্যাস সরবরাহ কম অনুভূত হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই সমস্যার কারণে গ্রাহকদের যে ভোগান্তি হতে পারে, তার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




