ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন আর নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান সব সংশয় দূর করেছে।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, সাধারণ নির্বাচন ও গণভোট হতে এখন আর মাত্র সাত সপ্তাহ বা ৪৯ দিন বাকি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে—এ বিষয়ে তিনি কখনোই সন্দিহান ছিলেন না বলে জানান, যদিও কিছু সময় ব্যক্তিগতভাবে আশাবাদ ধরে রাখাটা কঠিন হয়ে পড়েছিল বলেও স্বীকার করেন।
তিনি লেখেন, গতকালের ঘটনাই ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে সমালোচকদের যে সংশয় ছিল, তা পুরোপুরি দূর করে দিয়েছে।
প্রেস সচিব আরও বলেন, মৌসুমের প্রতিকূলতা ও নানা ধরনের রাজনৈতিক টানাপোড়েন উপেক্ষা করে রেকর্ডসংখ্যক মানুষ ৩০০ ফুট উচ্চতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিল। তার মতে, এই উপস্থিতি একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত বহন করে।
তিনি জানান, আগামী এক-দুই দিনের মধ্যেই সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বেন। ব্যস্ত হয়ে উঠবে ছাপাখানাগুলো, আর টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনী বিতর্ক—যার প্রভাব পৌঁছে যাবে তৃণমূল পর্যায় পর্যন্ত।
শেষে শফিকুল আলম লেখেন, বাংলাদেশ একটি গভীর ও দীর্ঘস্থায়ী ক্ষতের ভার বহন করছে—যে বিভাজন কেবল একটি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমেই নিরাময় সম্ভব।




