ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির কবরের পাশে অঝোরে কাঁদলেন মাওলানা সাইফুল্লাহ

মৃত্যুর এক সপ্তাহ পেরিয়েও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ওসমান হাদিকে ঘিরে মানুষের আবেগ থামেনিপ্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কবরের পাশে এসে দোয়াশ্রদ্ধা জানাচ্ছেন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহও কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদেন এবং হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন

এই ঘটনার একটি ভিডিও সাংবাদিক শিপন হাবীবের ফেসবুক পেজে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, রাত ৩টায় তিনি সমাধির পাশে দাঁড়িয়ে কান্না করছেন এবং দোয়ার সময় চোখে অশ্রু ঝরে। একই দিনে সারাদিনও হাদির কবরের পাশে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। কেউ দেশের দূর-দূরান্ত থেকে আসেন, কেউ হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজের পর ওসমান হাদিকে গুলি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় নেতা হিসেবে পরিচিত হাদি ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তুলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব ছিলেন। তার বক্তব্য টেলিভিশন টক শো ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

মৃত্যুর পর ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার নাম উঠলেও তদন্তকারীরা এখনো সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন