ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে বাস দু’র্ঘটনায় প্রাণ হা’রাল ১০ জন

মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বড়দিনের প্রাক্কালে জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছেন।

পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নাম এবং তারা কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই তথ্যও প্রকাশ করেছে। মেক্সিকোয় বাস বা ট্রাক দুর্ঘটনা নতুন ঘটনা নয়। সাধারণত অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিকেই এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখা যায়। নভেম্বরের শেষ দিকে দেশটির মিচোয়াকান রাজ্যের পশ্চিমাঞ্চলে একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন