ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তনে যা বললেন খায়রুল বাসার

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি সেই প্রতিক্রিয়ার প্রতিফলন মিলছে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তারকা তার ফেরা ও বক্তব্য নিয়ে মতামত জানাচ্ছেন।

এবার তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, “স্বাগত বাংলাদেশে।” পাশাপাশি এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে খায়রুল বাসার লেখেন, বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে যেন তাঁর অন্তর শীতল হয় এবং তাঁর নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসে। তিনি আরও লেখেন, তারেক রহমান সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠুন—এই কামনাই করেন তিনি।

স্ট্যাটাসে ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা খায়রুল বাসার। তিনি আশা প্রকাশ করেন, একদিন তারেক রহমানের দল দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারে। বাসার লেখেন, ‘যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব।’

সংবাদটি শেয়ার করুন