জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এনবিআর বিশেষ ব্যবস্থা নিয়েছে, যাতে তারা নির্বিঘ্নে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। ছুটির দিনও প্রার্থীরা সহজে এই সেবা গ্রহণ করতে পারবেন, সেই লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
এনবিআরের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় একটি বিশেষ হেল্পডেস্ক চালু করা হয়েছে। প্রার্থীরা এই হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিতে পারবেন।
হেল্পডেস্কের সময়সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায় সেবা দেওয়া হবে। এরপর ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় হেল্পডেস্ক চালু থাকবে।
এছাড়া, ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস সময়ের মধ্যে প্রার্থীদের জন্য একই সেবা অব্যাহত থাকবে।




