বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জয়ী হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টদের বিদায় দিয়েছি। কঠিন পথ পাড়ি দিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে এসেছি এবং ২০২৬ সালে আবারও জয়ী হবো।




