ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাসায় পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুলিশ সদস্যদের প্রটোকলে তারা বাসায় প্রবেশ করেন।

এর আগে, সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানান। এ সময় তিনি নেতাদের সঙ্গে ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন