ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে স্বাগত জানালেন সোহেল তাজ

দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। তার স্বদেশে ফেরার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে সোহেল তাজ লেখেন, ‘আবারও স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানান। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, প্রায় দেড় যুগ পর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং নানা উত্থান–পতনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই সময়ে তার আগমন বিশেষ তাৎপর্য বহন করে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন