ঘরোয়া কোর্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের শাটলাররা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ টুর্নামেন্টে পুরুষ দ্বৈত বিভাগে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকদের তিন-তিনটি জুটি। গতকাল কোয়ার্টার ফাইনালে চার জুটি উঠে যে রেকর্ড গড়েছিল, আজ তিন জুটি সেমিতে পৌঁছে সেই সাফল্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেল।
সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে সঙ্গী করে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন আল আমিন জুমার। তবে সেই আক্ষেপ দীর্ঘস্থায়ী হতে দেননি তিনি। নিজের প্রিয় ইভেন্ট পুরুষ দ্বৈতে দীর্ঘদিনের সতীর্থ মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্মিলিত জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তারা।
সাফল্যের মিছিলে যোগ দিয়েছেন গৌরব সিংহ ও তানভীর ইসলাম জুটিও। ভিয়েতনামের শক্তিশালী থান-ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের সরাসরি সেটে হারিয়ে দাপটের সাথে শেষ চারে নাম লেখান তারা। অন্যদিকে, ভারতের প্রদীপ কুমার ও অতুল কুমার ভাইকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি।
সাফল্যের দিনে একমাত্র হতাশা হয়ে এসেছে রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটির হার। দিনাজপুরের এলোরা একাডেমির এই প্রতিভাবান শাটলাররা থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে ৯-২১ ও ১৩-২১ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। তবে সামগ্রিক বিচারে আজকের দিনটি বাংলাদেশের ব্যাডমিন্টনের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। আজ সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে কোর্টে নামবেন বাংলাদেশের শাটলাররা।




