ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিয়ামের মৃত্যু হাদির খুনিদের ধরতে ব্যর্থতার ফল: জামায়াত আমির

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বুধবার সন্ধ্যায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনা ঘটে সন্ধ্যা ৭টার দিকে, এবং তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কারা তা জানা যায়নি।

এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বুধবার রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছেন, রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে নিহত সিয়ামের মৃত্যুতে তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

জামায়াত আমির আরও বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থতার খেসারত হিসেবে নিরীহ সিয়াম প্রাণ হারিয়েছেন। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং জনগণও নিজেদের সুরক্ষায় প্রতিরোধ গড়ে তুলুক।

সংবাদটি শেয়ার করুন