আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে ফিরে আসছেন। এ উপলক্ষে রাজধানীতে তার সংবর্ধনা দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। তবে তার সফরসঙ্গী কারা থাকবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য ছয়টি বিজনেস ক্লাসের টিকিট বুক করা হয়েছে। এই টিকিটগুলো তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য।
এই ছয়জনের বাইরে নিজস্ব অর্থে ফ্লাইটের বিজনেস ক্লাসে টিকিট কেটেছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়া প্রমুখ।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু বিএনপি নেতারাও একই ফ্লাইটে ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন। এছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও ফ্লাইটে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ৫০ জনের বেশি যাত্রী থাকছেন বলে জানা গেছে।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারেক রহমান তার পরিবার ও ব্যক্তিগত স্টাফদের সঙ্গে দেশে ফিরছেন। এর বাইরে অনেকেই নিজের ইচ্ছামতো টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন।
এদিকে, দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে ওই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।




