ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন উচ্চতায় কোহলি, মাত্র ১ রানেই গড়লেন ইতিহাস

অভিজাত এই ক্লাবে নাম লেখাতে বিরাট কোহলির প্রয়োজন ছিল মাত্র ১ রান। প্রত্যাশামতোই সেই রানটি সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত মাইলফলকে, যা নিয়ে সংশয়ের কোনো অবকাশই ছিল না। বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে নামতেই তিনি স্পর্শ করলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬,০০০ রান-এর মাইলফলক।

কোহলি এই কীর্তি গড়ে বিশ্বে মাত্র নবম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’-তে ১৬ হাজারের ওপরে পৌঁছালেন। ভারতীয়দের মধ্যে শুধুমাত্র শচীন টেন্ডুলকারের পর তিনি এই উচ্চতায় পৌঁছানো দ্বিতীয় ক্রিকেটার। প্রতিবেদন লেখার সময় কোহলি ব্যাট করছেন ৬২ রানে।

কোহলির লিস্ট ‘এ’ ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৬ সালে। ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন ৩৪২টি ম্যাচ, যেখানে ৫৭.৩৪ গড়ে সংগ্রহ করেছেন ১৬,০৬১ রান*, যার মধ্যে ৫৭টি সেঞ্চুরি এবং ৮৫টি হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে ২০১২ এশিয়া কাপে করা ১৮৩ রানের ইনিংসটি এখনও তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স হিসেবে গণ্য।

লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা দেখলে বোঝা যায়, কোহলির অবদান কতটা অসাধারণ। এ তালিকায় থাকা ৯ জনের মধ্যে শচীন টেন্ডুলকার ও কোহলিই একমাত্র যাদের গড় ৪৫-এর বেশি।

চূড়ান্ত তালিকায় শীর্ষে আছেন গ্রাহাম গুচ (২২,২১১ রান), এরপর গ্রায়েম হিক (২২,০৫৯ রান)। ৩ নম্বরে অবস্থান শচীন টেন্ডুলকারের ২১,৯৯৯ রান। এরপরের অবস্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং এবং গর্ডন গ্রিনিজ। ১৬,১২৮ রান নিয়ে সনাৎ জয়াসুরিয়ার ঠিক পেছনে অবস্থান করছে কোহলি। পন্টিং বা রিচার্ডসদের ছাড়িয়ে যাওয়াটাও সময়ের ব্যাপার মাত্র।

সংবাদটি শেয়ার করুন