ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়দিন ঘিরে রাজধানীতে কঠোর নিষেধাজ্ঞা

ঢাকায় বড়দিন উদযাপনের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে আগামী ৩৬ ঘণ্টা সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস এবং গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উদযাপিত হবে। উৎসবকে ভাবগম্ভীর্যপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী নগরীতে আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে নগরবাসীর কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন