ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর-৩এ খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নিলো জেলা বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। তার প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি ফরম গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনসহ মোট তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার দুপুর প্রায় ২টার দিকে দিনাজপুর-৩ আসনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উল্লেখ্য, এটি হবে দিনাজপুর থেকে খালেদা জিয়ার প্রথম নির্বাচন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বখতিয়ার আহম্মেদ কচি বলেন, খালেদা জিয়া দিনাজপুরের সন্তান হলেও এর আগে কখনো এখান থেকে নির্বাচন করেননি। তিনি দাবি করেন, অতীতে খালেদা জিয়া যে নির্বাচনেই অংশ নিয়েছেন, কোথাও পরাজয়ের মুখ দেখেননি। এবার দিনাজপুর-৩ আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে প্রস্তুত রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন