আইএলটি-২০ ক্রিকেটে প্লে-অফের দৌড় এখন চরম উত্তেজনায় পৌঁছেছে। ইতোমধ্যে শীর্ষ চারে জায়গা নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপার্স। তাদের পর দ্বিতীয় দল হিসেবে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের এমআই এমিরেটস। ফলে এখন বাকি দুইটি স্থানের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
৯ ম্যাচে ৭ জয় ও ২ হার নিয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ডেজার্ট ভাইপার্স। গতকাল (২৩ ডিসেম্বর) গালফ জায়ান্টসকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে প্লে-অফ নিশ্চিত করে এমআই এমিরেটস।
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস রয়েছে তৃতীয় স্থানে। ৮ ম্যাচে ৪ জয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে তাসকিন আহমেদের দল শারজাহ ওয়ারিয়র্স আছে পয়েন্ট টেবিলের একেবারে নিচে। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে চতুর্থ ও পঞ্চম স্থানে এগিয়ে রয়েছে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্স।
আজ বাংলাদেশ সময় রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ও শারজাহ ওয়ারিয়র্স। এই ম্যাচে জয় পেলে ১০ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ নিশ্চিত করবে মুস্তাফিজদের দল। বিপরীতে শারজাহ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত।
তবে তাসকিনদের জন্য জয় পেলেও পথ সহজ নয়। সেক্ষেত্রে ৮ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে তাদের লড়তে হবে দুর্দান্ত ফর্মে থাকা ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে। সেই ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের ফলাফলের দিকে, সঙ্গে যোগ হবে নেট রানরেটের কঠিন হিসাব।
অন্যদিকে আজ শারজাহর কাছে হারলেও মুস্তাফিজদের সামনে সুযোগ থাকবে এমআই এমিরেটসের বিপক্ষে শেষ ম্যাচে। তবে সেই ম্যাচে পরাজিত হলে প্লে-অফ ভাগ্য নির্ধারিত হবে নেট রানরেটের জটিল সমীকরণে।




