ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টানা তিন দিনের ছুটিতে দেশের শেয়ারবাজার

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না। সরকারের সাধারণ ছুটির সাথে সংগতি রেখে ওইদিন শেয়ারবাজারের দাপ্তরিক ও বাণিজ্যিক সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ডিএসই ও সিএসই সূত্রে বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বড়দিনের এই ছুটির প্রভাবে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে। শেয়ারবাজারের লেনদেন মূলত ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় কাল শেয়ার কেনাবেচার পাশাপাশি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সংক্রান্ত সকল প্রক্রিয়াও বন্ধ থাকবে। একই সাথে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-র দাপ্তরিক কার্যক্রমও বৃহস্পতিবার স্থগিত থাকবে।

ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবারের বড়দিনের ছুটির সাথে যুক্ত হচ্ছে পরবর্তী দুই দিনের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন দেশের শেয়ারবাজারে কোনো ধরনের লেনদেন পরিচালনার সুযোগ থাকছে না। এই দীর্ঘ বিরতির কারণে বিনিয়োগকারীদের লেনদেনের জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, টানা তিন দিনের এই ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর রবিবার থেকে পুনরায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শেয়ারবাজারের কার্যক্রম শুরু হবে। ওইদিন সকাল থেকেই বিনিয়োগকারীরা যথারীতি শেয়ার কেনাবেচা করতে পারবেন এবং বাজারের অন্যান্য নিয়মিত কার্যাবলিও পূর্ণোদ্যমে চালু হবে।

উল্লেখ্য, বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৫ ডিসেম্বর এই উৎসব পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রায় দুই হাজার বারো বছর আগে জেরুজালেমের বেথেলহেম শহরের এক গোয়ালঘরে মাতা মেরির গর্ভে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট।

বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গির্জাগুলো সাজানো হয়েছে নানা রঙিন আলো ও ক্রিসমাস ট্রিতে। মধ্যরাত থেকে শুরু হবে বিশেষ প্রার্থনা ও সংগীতানুষ্ঠান। সান্তাক্লজের আগমন, উপহার বিনিময় ও আনন্দঘন আয়োজনে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বড়দিনের উৎসবের আমেজ।

সংবাদটি শেয়ার করুন