ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কর্মীর কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ খবরের প্রেক্ষিতে, একই আসনে মনোনয়ন না পাওয়ায় ফরহাদ হোসেন নামের এক বিএনপি কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সাইফুল ইসলাম ফিরোজ বা হামিদুল ইসলাম হামিদের মধ্যে যেকোনো একজনের সমর্থক হিসেবে তিনি কাজ করতেন, কিন্তু মনোনয়ন না দেওয়ায় তিনি বিএনপি ত্যাগ করছেন।

এদিকে মঙ্গলবার রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে ঝিনাইদহ-৪ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন রাশেদ খাঁন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মোবাইল ফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে ঝিনাইদহ-৪ আসন রাশেদ খাঁনের জন্য বরাদ্দ করা হয়েছে।

তবে মনোনয়নের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কালীগঞ্জ থানা রোডস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা অভিযোগ করছেন, রাশেদ খাঁন নির্বাচনি এলাকার বাসিন্দা নন এবং ভোটারও নন। তারা চাইছেন, দল স্থানীয় কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিক। বিএনপির এক কর্মী তাজু জোয়ারদার বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, কিন্তু এখন একজন বহিরাগতকে চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তারা মানতে পারছেন না। এছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা বলেন, যাকে স্থানীয় মানুষ কখনো পাশে পায়নি, তাকে প্রার্থী করা দলের নীতি অনুযায়ী গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন