ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সরকারের নির্বাহী আদেশে আটকাদেশ বলে কাশিমপুর কারাগারে হস্তান্তর করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ এই সংবাদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ৯০ দিনের আটকাদেশ ছিল আসামি আতাউর রহমান বিক্রমপুরীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নরসিংদী থেকেতাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ কড়া নিরাপত্তায় আটকাদেশ বলে আসামীকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করেছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, টঙ্গীতে সাম্প্রতিক সময়ে খতিম মহিবুল্লাহ অপহরণের নাটকের মাস্টার মাইন্ড এই আতাউর রহমান বিক্রমপুরী।

সংবাদটি শেয়ার করুন