ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের দেশজুড়ে কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান হাদির লড়াই–সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, জনগণের সঙ্গে ওসমান হাদির সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না এবং হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

আব্দুল্লাহ আল জাবের আরও জানান, গত সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে যুক্ত হবেন এবং একাত্মতা প্রকাশ করবেন।

এসময় শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারকে কড়া বার্তা দিয়ে বলেন, হত্যার বিচার না হলে একদিন দায়ীদের দেশ ছাড়তে বাধ্য হতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, জীবিত অবস্থার চেয়ে শহীদ ওসমান হাদি এখন আরও শক্তিশালী প্রতীক, এবং এই হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন