ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চুপ থাকাই বুদ্ধিমানের কাজ: চমক

ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। অভিনয় এবং সৌন্দর্যের মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তার স্পষ্টভাষী এবং ঠোঁটকাটা স্বভাব দর্শক ও অনুরাগীদের কাছে পরিচিত। তবে এবার তিনি এক ভিন্ন রূপে চমক দেখাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে চমক জানিয়েছেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। তিনি লিখেছেন, “এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজ থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দেব।”

অভিনেত্রী স্পষ্ট করেছেন, চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিই তার এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে সংযত রাখা শ্রেয়।

চমক সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেবেন না; বরং শুধুমাত্র নিজের গ্ল্যামারাস ও রোমান্টিক ছবি পোস্ট করে সময় কাটাবেন।

অভিনেত্রীর ফেসবুক পোস্টে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই চমকের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন মন্তব্য করেছেন, “বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।”

সংবাদটি শেয়ার করুন